মাহমুদুল হাসান যশোর জেলা প্রতিনিধি
যশোর সদর উপজেলা ৭ নং চুড়ামনকাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ দাউদ হোসেন এর উদ্যোগে করোনা ভাইরাস মহামারী থেকে সকলের সুরক্ষা নিশ্চিত করার জন্য চুড়ামনকাটি ইউনিয়নের ৯টা ওয়ার্ডের প্রত্যেক ওয়ার্ডে গণটিকা কার্যক্রম এর ব্যবস্থা করেছেন। নবনির্বাচিত চেয়ারম্যান বলেন এতো দিন ইউনিয়নের মানুষের টিকা নিতে ইউনিয়ন পরিষদে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেক ভোগান্তি, দুর্ভোগ এবং দূরদুরান্ত থেকে পরিষদে আসার জন্য অনেক টাকা যাতায়াত খরচ হতো। সার্বিক দিক বিবেচনা করে আমি প্রত্যেক ওয়ার্ডের কমিউনিটি ক্লিনিক এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান এ নবনির্বাচিত মেম্বার দের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে মানুষ যেনো টিকা গ্ৰহণ করতে পারে সেদিকে ব্যক্তিগত ভাবেও সকল টিকা কেন্দ্রে গিয়ে টিকা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করি। চুড়ামনকাটি ইউনিয়নের মানুষের সকল কার্যক্রম এ সহযোগিতা এবং কষ্ট লাঘব করে শান্তি ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য।