জি এম সারোয়ার হালুয়াঘাট
হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। বেশিরভাগ মাদক সেবনকারী ও ব্যবসায়ীরা হচ্ছে উচ্চ ফ্যামেলির বাবা-মার অবাধ্য সন্তান। এদের অত্যাচারে বাবা-মায়েরা অতিষ্ট। পারছে না পুলিশকে কিছু বলতে।আবার পারছে না তাদের সন্তাদেরকে নিজেদের আওতায় আনতে। ফল খেশারত দিতে হচ্ছে তাদেরকেই। গত দুইদিনে অভিযান চালিয়ে ওসি তদন্ত ইমরান হোসেনের নেতৃত্বে উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্ৰামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রমজান সর্দার ওরফে তপনকে ৫০ বোতল ও গাজিরভিটা ইউনিয়নের সুর্যপুর বাজারে এস আই মোবারকের নেতৃত্বে মফিজ উদ্দিনের পুত্র পারভেজকে ৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় । তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহিনুজ্জমান খান। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।