ঠাকুরগাঁওয়ে জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে গিফট ক্যাম্পেইন ও হাইজেনিক কিটস্ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুডনেইবারস্ আয়োজনে পীরগঞ্জ সিডিপি অফিস হল রুমে এই সব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌরমেয়র ইকরামুল হক, ইউপি চেয়ারম্যান একরামুল হক, পীরগঞ্জ সিডিপির সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ সিডিপির সভাপতি সুমারজান বেগম, সিডিপির প্রোগ্রাম ম্যানেজর বিপ্লব কুমার প্রমুখ।
এ সময় পর্যায় ক্রমে ১ হাজার ৪০৯ জন ছাত্র-ছাত্রীর মাঝে ৫টি খাতা, ৫টি কলম, ২টি সাবান, ৫ শত গ্রাম মসুর ডাল, ১টি হ্যান্ড ওয়াস, ১কেজি ডিটারজেন্ট পাউডার, ভিটামিন সি ও ক্যালসিয়াম ট্যাবলেট অতিথি বৃন্দ তুলে দেন।