আল-আমিন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র মুক্তি ও তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবীতে মানিকগঞ্জ জেলা বিএনপি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
বুধবার (২৪ নভেম্বর) জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেন।
এসময় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, সাবেক সহ-সভাপতি এ্যাডঃ মোখছেদুর রহমান, যুগ্ন সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাংঠনিক সম্পাদক নুরতাজ বাহার, পৌর বিএনপি’র সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, যুববিষয়ক সম্পাদক রিয়াজ মাহমুদ হারেজ, জেলা যুবদলের সাবেক ভাপ্রাপ্ত সভাপতি জিএম রফিক অপু, সাবেক সাধারন সম্পাদক কাজী মোস্তাক হোসেন দিপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।