এস,এম আব্দুর রাজ্জাক রাজন বিশেষ প্রতিনিধি,
ঝিনাইদহ জেলা কালিগঞ্জ উপজেলার ১০ নং কাষ্টভাঙা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে আনারস প্রতিকের প্রচার কার্যে নিয়োজিত এক প্রচারম্যান কে কিল,ঘুষি লাথি মেরে আহত করেছেন বলে খবর পাওয়া যায়। আহত প্রচারম্যান মোঃ ফজলুর রহমান পিতা মৃত বদর উদ্দিন। গ্রাম জগন্নাথপুর উপজেলা চৌগাছা জেলা যশোর। প্রচারম্যান সাংবাদিক দের জানান আমি অতি গরিব মানুষ মাঠে কাজ করতে পারি না। তাই সমগ্র বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই নির্বাচন উপলক্ষে আমি সারা শরীরে বিভিন্ন মার্কার পোষ্টারের ছবি ধারন করে প্রচার করি। কিছু পয়সা পাই তা দিয়ে সংসার চালানো হয়।আজ আমি আনারসের প্রচার কালে ১০ নং কাষ্টভাঙা ইউনিয়ন পরিষদের কাষ্টভাঙা বাজারে পৌঁছালে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করেন।আমি একটু পানি ও হালকা খাবারের জন্য চায়ের দোকানে গিয়ে বসলে আমাকে সেখান থেকে ধরে নিয়ে যায় বাজারে আড়ালে। আমি পা ধরে প্রানভিক্ষা চাইলে লাথি ঘুষি কিল মেরে আহত করেন। পরে জানতে পারি নৌকা মার্কার কর্মীরা। এ বিষয় থানায় অভিযোগ হয়েছে কি জানতে চাইলে বলেন অভিযোগ করেছি মৌখিক লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে। এই নম্বরের থেকে ফোন করে।০১৭২০৩৩০২২৮ জানানো হয়েছে ওসি কালীগঞ্জ কে। ওসি সাহেব কালীগঞ্জ কে ফোন করে জানতে চাইলে বলেন অভিযোগ পাওয়া যায় নাই।