স্টাফ রিপোর্টার
১৮ নবেম্বর রোজ বৃহস্পতিবার সকালক ৯ টা থেকে শুরু করে বিকেল ৫ টা পর্যন্ত রত্না এন্টার প্রাইজ এর মাধ্যমে
নাসিক ২১ নং ওয়ার্ডের ২ বারের সফল কাউন্সি’র হান্নার সরকার এর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বন্দর সোনাকান্দা কবরোস্থান রোড এর কার্পেটিং ডালাইয়ের কাজ পরিদর্শন করা হয়। এসময় নাসিক ২১ নং ওয়ার্ডের ২ বারের সফল কাউন্সিলর হান্নান সরকার বলেন, নগর মাতা ডা.সেলিনা হায়াত আইভীর মত উন্নয়ণ পাগল মানুষ আমি কখনো দেখি নাই। তিনি জনগনের উন্নয়নে সব সময় পাশে থাকেন। আপনারা বন্দরে সিটি কর্পোরেশন আওতাধীণ অঞ্চলগুলো দেখলেই বুঝবেন কেমন উন্নয়ণ হয়েছে। আজ উন্নয়নের অংশ হিসেবে ২১নং ওয়ার্ডে রাস্তা কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর মাধ্যমে মেয়র আইভী আপা নারায়ণগঞ্জবাসীর উন্নয়নে দিন রাত কাজ করে যাচ্ছেন। আপনারা মেয়র মহোদয়ের জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার রিপন রায়, ম্যানেজার রিপন খান, আরো উপস্থিত ছিলেন রোমান, খুকু মনী, আক্তার, মনির হোসেন, সুমন, রুবেল, সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।