আলআমিন কবির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান, ও প্রবিন আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল ইসলাম ভুইয়ার সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন,বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী,বীর মুক্তিযোদদা মোঃ মনির হোসেন সাহেবের সুযোগ্য সন্তান – ও সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মারুফ মিনহাজ ও মাশরুফ মিনহাজ। আজ সকালে উপজেলা চেয়ারম্যানের অফিসে, সোনারগাঁও উপজেলা পরিষদ কার্যালয়ে মোঃ মারুফ মিনহাজ সৌজন্য সাক্ষাৎে মিলিত হন এসময় মোঃ মারুফ মিনহাজের সাথে সশরিরে উপস্থিত থাকেন ওনার আপন ছোট ভাই মাশরুফ মিনহাজ। আগামীতে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য বিভিন্ন দিক তুলে ধরেন। সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মারুফ মিনহাজ বলেন।তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আমি সার্বখনিক যোগাযোগ রক্ষা করে চলেছি এবং দলের সিনিয়র নেতাদের পরামর্শ নিয়েই, আমি মাঠে নেমেছি আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।আমি যেন জননেত্রী শেখহাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যেতে পারি।মারুফ মিনহাজ গনমাধ্যমকে আরো বলেন সবাই রাজনীতি করে সবারই একটি লক্ষ্য উদ্দেশ্য থাকে, আমার ও একটি লক্ষ্য উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো, সোনারগাঁও উপজেলা আওয়ামিলীগ কে আগের ন্যায় আরো শক্তি শালী করে গরে তোলা।আমার পরিবার একটি মুক্তিযোদদা পরিবার আমি সেই পরিবারের সদস্য হয়ে আমার পরিবারের মতো করে সারা জীবন বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের সাথে তাল মিলিয়ে – সোনারগাঁও কে আওয়ামী লীগের একটি ঘাটি হিসেবে উপহার দেয়াই আমার লক্ষ্য