বিশেষ প্রতিনিধি,
২২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ডলি বেগম বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ সবাই কে বিশ্বাস করি এটাই আমার সাধারণ পলিসি। আমি সারা জীবন এই নীতি বা পলিসি নিয়ে বাঁচতে চাই। ছোট বড় সবাই আমার আপনজন। ২২,২৩,২৪নং ওয়াডের জনগণই আমাকে পছন্দ করেছে, তাদের আগ্রহের কেন্দ্র বিন্দু আমি, আমার প্রাণপ্রিয় ২২,২৩,২৪ নং ওয়ার্ডবাসী যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি ২২,২৩,২৪ নং ওয়ার্ড কে একটি আদশ্ ও মডেল ওয়াড হিসেবে উপহার দিব। ডলি বেগম আরো বলেন, আমি নিজেকে জনগণের খাদেম মনে করি আমি একজন স্বেচ্ছাসেবক। সেজন্য জনগণরাই আমাকে ২২,২৩,২৪ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রাথী হিসেবে দেখতে চায়। সমস্ত উন্নয়নমুলক কাজে জনগণের মতামত নিয়ে কাজ করব। ২২,২৩,২৪ নং ওয়াডের ময়লা অপসারণ, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, লাইটিং ব্যবস্থা, বিশুদ্ধ পানির অভাব, মাদক নিয়ে ব্যাপক কাজ করব।
তিনি আরো বলেন, আমি মাদক নির্মূলে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আমার এলাকায় কোন মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীর স্থান হবেনা। আমার ওয়ার্ডবাসী যেন শান্তিপ্রিয় ভাবে বসবাস করতে পারে আমি সেই লক্ষ্যে সবসময় কাজ করব। মানুষ বেঁচে থাকে কর্মে। আমি জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে তাদের কল্যাণে নিয়োজিত থেকে উন্নয়ন কাজ করব।