মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধি,
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন ব্রাক্ষণশাসন মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত ১০ নভেম্বর, ২০২১ ইং তারিখ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় ব্রাক্ষণশাসন মহিলা ডিগ্রি কলেজ তথা গভর্নিং বডির সভাপতি সুমন খান বাবুর সভাপতিত্ত্বে ও ব্রাক্ষণশাসন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক (সমাজকর্ম) মোহাম্মদ জিন্নাহ মিয়ার সঞ্চালনায় ব্রাক্ষণশাসন মহিলা ডিগ্রি কলেজের এইচ.এস.সি. পরীক্ষার্থী/২১ এর বিদায়, নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। প্রধান আলোচকঃ টাংগাইল-০৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য (সাবেক এমপি) আলহাজ্ব আমানুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন কুমার সরকার, ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইয়াসমিন, ঘাটাইল থানা পিপিএম অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সরকার, ০৭ নং দিঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, ০৭ নং দিঘর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এস এম শাহজাহান মোল্লা, ০৭ নং দিঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান জনি। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।