সোহেল রানা ধোবাউড়া প্রতিনিধি
আসন্ন ১১ ই নভেম্বর ধোবাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৮/১১/২০২১ ইংরেজী তারিখ সোমবার বেলা ০৩ টায় ধাইরপাড়া স্কুল মাঠে নজরুল ইসলাম মুকুলের নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার লোক মিছিল নিয়ে এসে নৌকার স্লোগান দিয়ে চারদিক মুখরিত করে তোলে। উপস্থিত জনতা একত্রিত হয়ে প্রার্থীসহ সিনিয়র নেতৃবৃন্দকে সামনের সারিতে রেখে এক বিশাল মিছিলসহ উপজেলা সদর প্রদক্ষিন করে। মিছিল শেষে উক্ত স্কুল মাঠের মুক্তমঞ্চে এক প্রচারনা সভা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নৌকা প্রতীকের বিজয় অর্জনের লক্ষ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও ধোবাউড়া প্রেসক্লাবের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মজনু মির্ধা, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য স্যাং আরেং এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহঃ প্রচার সম্পাদক সাইদুল ইসলাম তুলা। প্রার্থীর পক্ষে নির্বাচনী ইস্তেহার পাঠ করে শোনান উপজেলা আওয়ামী যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম ইকবাল। এছাড়াও, সভামঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা মৎসজীবি লীগের সভাপতি সানাউল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেফ সাংমা, যুবলীগ নেতা আবু সুফিয়ান, মাসুদ আহম্মেদসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। প্রার্থী নজরুল ইসলাম মুকুল উপস্থিত সকলের নিকট এবং ইউনিয়নের সর্বস্তরের ভোটারগনের নিকট নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্যে বিনীতভাবে অনুরোধ করে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে ঘোষিত ইস্তেহার মোতাবেক সদর ইউনিয়নকে একটি ডিজিটাল এবং মডেল ইউনিয়নরূপে গড়ে তুলবেন মর্মে দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন। এছাড়াও, সকল নেতৃবৃন্দ নৌকা প্রতীকে ভোট দিয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যানরূপে সময়ের দাবীতেই নির্বাচিত করার জন্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভোটার ভাই-বোনদের প্রতি উদাত্ত আহবান জানান। প্রার্থী নিজে এবং নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, নজরুল ইসলাম মুকুল নির্বাচিত হয়ে হালুয়াঘাট-ধোবাউড়া আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মিঃ জুয়েল আরেং এর সহায়তা নিয়ে সদর ইউনিয়নের সার্বিক উন্নয়ন সাধনকল্পে নিরলসভাবে কাজ করে যাবেন। নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন যে, ইউনিয়নের প্রতিটি গ্রামে, মহল্লা, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক এলাকায় স্বতস্পূর্তভাবে নৌকা প্রতীকের স্বপক্ষে প্রচারনা, উঠান বৈঠক ও মিছিলে অংশ নেয়ায় চতুর্দিকে নৌকা প্রতীকের স্বপক্ষে গণজোয়ারের সৃষ্টি হওয়ায় আগামী ১১ নভেম্বর নৌকা প্রতীকের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।