মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধি,
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন ধলাপাড়া সরিষাআটা মোড়ে ০৮ নভেম্বর, ২০২১ ইং তারিখ সোমবার ১০:৩০টার দিকে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়। নিহতরা হলো- ধলাপাড়া ইউনিয়নের ঝাইপাটা গ্রামের শাহজালালের ছেলে আবু বকর (১৬), মজির উদ্দিনের ছেলে শরীফ (১৬), রমজান আলীর ছেলে সাইম (১৬)। ওই তিন শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলো, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। তারা ছিটকে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। নিহতরা ধলাপাড়া এস.ইউ.পি. উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলো বলে ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এজাহারুল ইসলাম ভূঁইয়া দৈনিক আজকের জনবাণী পত্রিকাকে এ কথা জানান। সকালে ধলাপাড়া সরিষাআটা মোড়ে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে মোটরবাইকে থাকা তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে বলে ঘাটাইল ধলাপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের এ কথা জানান।