জি এম সারোয়ার সহযোগীতায় রাকিবুল ইসলাম হালুয়াঘাট,
য়মনসিংহের হালুয়াঘাটে বিএসটিআই কর্তৃক আল সাফা ও অবনী বেকারী , বিভিন্ন ডিজেলের ডিপোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুর রহমান। এ সময় প্রসিকিউসনে ছিলেন বিএসটিআই, ময়মনসিংহ।
সূত্র মতে জানা যায়, আজ ৪ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে হালুয়াঘাট পৌরশহরস্থ দু’টি বেকারীতে পঁচা-বাসী,
মেয়াদোত্তীর্ণ কাঁচামাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স বিহীন ভাবে খাদ্য সামগ্রী তৈরি অভিযোগে বাংলাদেশ স্ট্যান্ডার্ট অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া হালুয়াঘাট পৌর মাছ ও মাংস মহালে পণ্য পরিমাপক যন্ত্রের সঠিক যাচাই করণেরও তদারকি করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আল সাফা বেকারিকে ২৫০০০/- ও অবনী বেকারিকে ৫০০০/- টাকা ও ধোবাউড়া রোডে বিদেশের দোকানে ১০০০/- জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআই কর্মকর্তা, হালুয়াঘাট থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. তৌহিদুর রহমান এ প্রতিবেদক কে বলেন, অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে প্রতিটি সেক্টরে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তবে মাদক, ইভটিজিং, অবৈধ যানবাহন ও ইটভাটা, বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল, রেস্তোরাঁ, অবৈধ ক্লিনিক, জনসমাগমে ধূমপানসহ বিভিন্ন অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হোক এমনটি-ই দাবি করেছেন হালুয়াঘাটের সুশীল সমাজ।