মোঃ মিরাজুল শেখ,স্টাফ রিপোর্টার,
সদর উপজেলা স্বাস্হ্য বিভাগের আয়োজনে (৩০ অক্টোবর) শনিবার বাগেরহাটে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২১ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসার হলরুমে উদ্বোধন করা হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসিরউদ্দিন এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুসাব্বেরুল ইসলাম, সদর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকশী, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, মাদ্রাসার প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই কর্মসূচিতে বাগেরহাট জেলায় মোট ২,২১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত ৩ লাখ ৭২ হাজার ১ শত ২৫ জনকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।