মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধি,
টাংগাইল জেলার কালিহাতী উপজেলায় শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে ১৮ অক্টোবর, ২০২১ ইং তারিখ সোমবার দুপুর বেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনে একযোগে শিশুদের হাতে মাত্র ১০০টি তালের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। উক্ত তালের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা তানজিন অন্তরা, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহানা মামুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে সেখানে উপস্থিত ছিলেন।