আলআমিন কবির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি,
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ৮ ম শ্রেণীর ছাএী জাকিয়া সুলতানা জুই অপহরনের ৮ দিন অতিবাহিত হওয়ার পর ও খোজ মিলেনি মাদ্রাসা ছাএীর জানা যায় ৬/১০/২০২১ ইং বেলা২ঃ৩০ মিনিটে মাদ্রাসার ক্লাস শেষ করে বাসার উদ্দেশ্য বাহির হইয়া যায় অতপর সনধ্যা হওয়ার পরেও বাসায় না ফেরায় আাততীয় সজন সহ বিভিন্ন জায়গায় খোজাখুজি করিয়া জানিতে পারে মাদ্রাসা ছুটির পর বাসায় ফেরার পথে আকিব ও অজ্ঞাত নামা ২/৩ জন সহ আকিব নামের এই অপহরণ কারী মাদ্রাসা ছাএীর ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক অপহরণ করিয়া নিয়া যায় ভিকটিমের পরিবার টি তার সন্তানের চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন,এ ব্যাপারে সোনারগাঁও থানায় জিডি করা হয়েছে যাহার জিডি নং ৫৫৭ যদি কোন হৃদয় বান ব্যক্তি উপরে দেওয়া অপহরকারীর সন্দান পান পুলিশের কাছে ধরিয়ে দিন অথবা ০১৮৩১৮৩৫৫১৬ নাম্বার এ কল করে তথ্য দিন তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে অপহরনকারীর ঠিকানা নাম আকিব পিতা রফিকুল ইসলাম রব ঠিকানা আবু সাঈদের ভিটা কামরাঙ্গীরচর পোস্ট নিউ মার্কেট থানা কামরাঙ্গীরচর জেলা ঢাকা