মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার,
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়রামপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন দয়রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুর ইসলাম মিঠু
বুধবার বিকেলে থেকে গভির রাত পর্যন্ত ৪ নং দয়রামপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায়ের মাঝে অার্থিক উপহার তুলেদেন দয়রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুর ইসলাম মিঠু।
তিনি হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৪ নং দয়রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম সরকার, যুবলীগের সভাপতি মোঃ খালেকুজ্জামান খালেক, দয়রামপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মোঃ জিল্লুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সবুজ সহ বিভিন্ন ওয়াডের্র সভাপতি ও সাধারন সম্পাদক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।