মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার,
নাটোর র্যাব-৫ (সিপিসি-২) কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ১৫ জনকে আটক করা হয়। পরে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার করলে তারা মাদকসেবন করেছে বলে জানা যায়।পরে তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়।
নাটোর ক্যাম্প, র্যাব (৫সিপিসি-২) একটি অপারেশন দল অদ্য ১২ অক্টোবর ২০২১ ইং তারিখ ২১৪০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর সদর থানার দিঘাপতিয়া পি এম উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শহরের মিরপাড়া এলাকার মোঃ সায়মুদ্দিন এর ছেলে মোঃ বাবুল (৩৭), শহরের বড়গাছা পালপাড়া এলাকার মৃত গঙ্গা চন্দ্র দাসের পুত্র শ্রী কনক চন্দ্র দাস (৩০) ও শ্রী সূর্য দাস এর পুত্র শ্রী প্রদীপ দাস (৩৫) , নারায়ন কান্দি (নবীনগর) এলাকার মৃত আবুল কাশেম ছেলে মোঃ আরিফ (২৪), চাঁদপুর কুড়িয়া পাড়ার মৃত করিম সরদার ছেলে মোঃ আব্দুল মতিন (৪৫), লোচনগড় হিন্দুপাড়ার শ্রী সন্তোস চন্দ্র সরকারের ছেলে শ্রী দিপক চন্দ্র সরকার (২৮), তেবাড়ীয়া উত্তর পাড়ার মৃত দিদার এর ছেলে মোঃ লিটন (২৫), তেবাড়ীয়া মধ্যপাড়ার মৃত মফিজ ফকিরের ছেলে মোঃ আজিম ফকির (৩৬), শহরের হুগোলবাড়ীয়া এলাকার মৃত মফিজের ছেলে মোঃ রাব্বি (২৫), পূর্ব হাগুরিয়ার মোঃ আইয়ুব আলীর ছেলে আরিফুল ইসলাম (২৫), তেগাছী এলাকার মৃত মনসুর আলীর ছেলে মিঠু আলী (২৪) ও মোঃ মোসলেম এর ছেলে উত্তর চৌধুরী বড়গাছা এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে শেখ দুলাল ইসলাম (৩২). মোঃ মামুন (২২), বন বেলঘড়িয়া বাইপাস(নেঙ্গুরিয়া) এলাকার মোঃ নুর মোহাম্মদ এর চেলে মোঃ জনি হোসেন (২৮), তেবাড়ীয়া উত্তর পাড়ার মোঃ নুরুর ছেলে মোঃ মোয়াজ্জেম (২৩) কে আটক করা হয়। এসময় ১.২৫ মিঃলিঃ চোলাইমদ ,২টি কলকি ,১গ্রাম গাঁজা, মোবাইল সেট,২টি লোহার কাটার, ৪টি গ্যাসলাইট,মোবাইল ,মেমোরীকার্ড উদ্ধার করা হয়।
র্যাব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকসেবীরা বলেন তারা বিভিন্ন এলাকা থেকে এসে দিঘাপতিয়া পি এম উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় একত্রিত হয়ে তারা মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে স্বীকার করেছে ।
এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।