নাজমুল হক ভূঁইয়া,স্টাফ রিপোর্টার,
কাঁচপুর ব্রিজ কুমিল্লা চট্টগ্রাম মহাসড়কে ওভারটেক করতে গিয়ে দুইটি কাভার ভেন সংঘর্ষ ঘটে ,এতে কারো কোন বড়ধরনে ক্ষয়ক্ষতি হয় নাই ,তবে
অল্পের জন্য বেঁচে গেলেন ছোট কাভার ভেন যাত্রী ও ডাইভার , ছোট কাভার ভেন অধিকাংশ ক্ষেত্রে, ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে , অবশেষে স্থানীয় জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সমাধান আসেন,