মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধি,
দুনিয়ার মজদুর এক হও এক হও এই শ্লোগানকে কেন্দ্র করিয়া বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ, ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ, রডমিস্ত্রী, কাডমিস্ত্রী, ফার্ণিচার, শিল্পশ্রমিক ইউনিয়নের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম (জহির)’র সভাপতিত্ত্বে ১২ অক্টোবর, ২০২১ ইং তারিখ মঙ্গলবার দুপুর ০২:০০ ঘটিকায় শেখ ফজিলাতুননেছা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-০৩ আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা শাখার জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল জেলা শাখার জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ আব্বাস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, ১০ নং রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক সরকার, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম খান, সংগ্রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক ডাঃ মোঃ রকিবুল হাসান খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, টাংগাইল জেলা শাখার জাতীয় শ্রমিকলীগের সহ- সভাপতি মোঃ আজাহারুল ইসলাম, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মোঃ খলিলুর রহমান তালুকদার, উপজেলা পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সুলতান মাহমুদ তালুকদার (সুজন), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ বিদুৎ সরকার। আরোও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু অনলাইন ঐক্য পরিষদ, শহীদ বাপ্পী স্মৃতি পরিষদ, নবীনলীগ সহ ঘাটাইল উপজেলার সর্বস্তরের জনগন।