সোহেল রানা ধোবাউড়া প্রতিনিধি,
ধোবাউড়ায় আজ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। গত কিছুদিনে ঘটে যাওয়া ট্রান্সফরমার ও গাড়ি চুরির বিষয়টি নিয়ে সভায় বিস্তর আলোচনা করা হয়। এ বিষয়ে অফিসার ইনচার্জ ধোবাউড়া থানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, চুরি বন্ধে পুলিশ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য যে,ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ চুরির বিষয়টি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন,আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন,সাবেক কমান্ডার রফিক উদ্দিন ভুইয়া,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহিন,,বিজিবি চারুয়াপাড়া ও ঘোঁষগাও ক্যাম্প কমান্ডার,ঐতিহ্যবাহী ধোবাউড়া প্রেসক্লাবের বার্তা সম্পাদক আবুল হাশেমসহ অন্যান্য সদস্যবৃন্দ।