সোহেল রানা ধোবাউড়া প্রতিনিধি,
প্রতিবন্ধী হামিদা খাতুন ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের রায়কান্দুলিয়া গ্রামের বাসিন্দা, তাহার স্বামী এবং এক ছেলে এক মেয়ে নিয়ে করুন সংসার,
আজ থেকে দশ বছর আগে জীবিকার তাগিদে তিনি চিটাগং চলে যায় কাজের শেষে বাড়ীতে ফেরার পথে কুমিল্লার দাউদ কান্দী বাস একসিডেন্টে হামিদা খাতুনের দুইটি পা ও একটি হাত ভেঙ্গে অকেজো হয়ে যায়।সে দিন থেকে স্বামী বঞ্চিত হয় তিনি তাহার কপালে আসে করুন পরিনতি । একটি বেয়ারিং এর গাড়ি হয় তাহার সঙ্গী। প্রতিদিন বাজারে বাজারে ভিক্ষা করে ছেলে মেয়ে নিয়ে অভাবের সংসার পরিচালনা করেন তিনি। অনেক চেষ্টা সাধনা করেও দশ বছরে একটি হুইলচেয়ার জুটেনি তাহার কপালে। হামিদার এই করুন পরিনতি সমাজে কাহারও নজরে আসেনি।হুইলচেয়ার যেন তাহার আকাশ ছুঁয়া স্বপ্ন।