জি এম সারোয়ার হালুয়াঘাট ঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে থানা চত্বরে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীনুজ্জামান খাঁন এর উদ্যোগে আসন্ন দূর্গাপূজায় আইনশৃঙ্খলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা পুলিশের সাথে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সরকার অপু, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও কামাক্ষা মাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার সরকার, সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার(লিটন), শিক্ষাবিদ হাবুল গুহ পাল, সজল সরকারসহ উপজেলার পূজারি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার ৬১টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ১৮টি ও সাধারণ পূজা মন্ডপের সংখ্যা ৪৩ টি চিহ্নিত করা হয়েছে। উক্ত সভায় ওসি মোঃ শাহীনুজ্জামান খাঁন বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে শান্তিপূর্ণ্য পরিবেশে পুজা অর্চনা সমাপ্ত করার লক্ষ্যে থানা পুলিশ সার্বিক ভাবে প্রস্তুুত রয়েছে। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করনে তিনি। পূজার নিরাপত্তায় পূজা চলাকালীন সময়ে প্রতিটি পূজা মন্ডপে বিট পুলিশং ও মোবাইল কোট পরিচালনা করা হবে। এবং আনসার বাহিনীর সদস্যগণ নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।