নিজস্ব প্রতিবেদন
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড় পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে জায়গা জমি সংক্রান্তে জেরে একজন বিধবা বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর সহ দেশীয় অস্রদিয়ে পিটিয়ে অজ্ঞান করে অভিনব কায়দায় লুটপাট করে নগত অর্থসহ বিপুল পরিমান স্বর্নাঅংকার নিয়ে গেছে তারই সতিপুত্র মিজান ও ইয়ার খান সহ তাদের ভাড়াটিয় গুন্ডা বাহিনী এসময় ঘরে ঐ বিধবা ও তার দুটি মেয়ে ছাড়া আর কেউ ছিলনা মহিলাদের একা পেয়ে দেশীয় অশ্রদিয়ে অতর্কিত হামলা চালিয়ে প্রথমে একটি টিনের ঘর সম্পুর্ণ ভাংচুর করে অন্য ঘরে মহিলাদের উপরে দেশীয় অস্রশস্র দিয়ে অতর্কিত আঘাত করে অজ্ঞান হলে অভিনব লুটপা চালায়।এসময় পাশে থাকা ছোট বাচ্চাদের তাদের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসতে চাইলেও হামলাকারি বিভিন্ন দেশীয় অস্রশস্র সজ্জিত ছিল বলে ভয়ে কাছে আসতে পারেনি তবে সময়ের ব্যবধানে আশেপাশের লোকজন ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করতে চেষ্টা করলেও ততক্ষনে তাদের অভিযান শেষ করে খুব সহজেই পালিয়ে যেতে সক্ষম হয় প্রতিবেশী তাদের অহত অবস্হায় উদ্ধার করে হসপিটালে পাঠায় প্রত্যক্ষদর্শীরা জানায় মিজান ও ইয়ার খান পাশের গ্রাম থেকে একদল লাটিয়াল দুটি সিএনজি করে এসেই প্রথমেই বহু দিনের পুরোনো টিনের ঘরটি মুহুর্তেই ভেঙ্গে পেলে এবং মিজান ও ইয়ার খান সহ আরো কজন অন্য ঘরে ঢুকে দেশীয় অস্রশস্র দিয়ে বেদুর পিটিয়ে অজ্ঞান করে ইচ্ছেমত লুটপাট করে নিয়ে যায় হামলাকারীরা বিভিন্ন অস্রশস্র সজ্জিত ছিল বলে আশেপাশের লোকজন দুচোখে থাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় ছিলনা