মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার,
নাটোরের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে কানাইখালী নিজ কার্যালয় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (নাটোর-নওগাঁ) সংরক্ষিত মহিলা
আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এমপি।
এসময় সংসদ সদস্য রত্না আহমেদ জানান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মা। তার শাসন আমলে বাংলাদেশের কোন মানুষ দুর্ভোগ পোহাবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের প্রেক্ষিতে তার সুপারিশের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নাটোর সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল আওয়াল সহ ৩জনের মাঝে ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা ডা. আব্দুল আওয়াল দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় আছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো দশ লক্ষ টাকার চেক প্রদান করা হবে।