আল-আমিন (মানিকগঞ্জ প্রতিনিধি):
স্বারদীয় দূর্গাপূজা সফল ও সার্থক করতে মানিকগঞ্জের ৫০৫ টি পূজা মন্ডপ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সাথে মত বিনিময় বিষয়ক প্রস্তুতি সভা করেছে মানিকগঞ্জ পুলিশ।
সোমবার সকালে পুলিশ লাইনস্ ড্রিলসেট মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গোলাম আজাদ খান পিপিএম (বার)।
সভায় জেলার ৫০৫ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে এ মত বিনিময়ে অংশ নেয় র্যাব, জেলা প্রশাসনের প্রতিনিধি, পিবিআই, আনসার, পল্লীবিদ্যুৎ, ফায়ার সার্ভিস, সাংবাদিক, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ।
এসময় অনন্যের মাঝে বক্তব্য রাখেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার এম.কে.এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, র্যাবের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আরিফ হোসেন, এনএসআইয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ এর জি.এম সিদ্দুকুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ডার এবিএম রায়হান হেলাল প্রমূখ।
মত বিনিময়ে পূজা চলাকালীন সময়ে জানজট নিরসন, শৃঙ্খলীত ট্রাফিক ব্যবস্থা চালু , সকল প্রকার মাদকদ্রব্য বর্জন, সরকারী সময় সীমার মধ্যেই প্রতিমা বিষর্জন, পূজা চলাকালীন সময়ে বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।