মোঃ ইউসুফ খাঁন বিশেষ প্রতিনিধি
সুন্দরগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে চলছে গাজা ও ইয়াবা ট্যাবলেটের জমজমাট ব্যবসা,যেদিক দিয়ে এই সব গাজা ও ইয়াবা ট্যাবলেট প্রতিনিয়ত পারাপার হয়ে থাকে সেই সব চিহ্নত এলাকা গুলোর নাম :হরিপুর খেয়াঘাটে,দুনদিয়ার ঘাট ফজলার মোড়, চন্ডিপুর ও কঞ্চিবাড়ী ইউনিয়নের মাঝামাঝি,১৫নং কাপাশিয়া ইউনিয়নের কছিম বাজার,আলমের মোড়,শ্রীপুর ইউনিয়ন,এবং বামনডাঙ্গা ইউনিয়নের ব্রিজ মোড় থেকে হিরু বাজারের মাঝামাঝি পাইটকা পাড়া ও সাদগিরি এলাকায় দিন ভর চলে যুব সমাজ ধ্বংসের মহা ঔষধ ইয়াবা ট্যাবলেট ও গাজা।
প্রশাষনের চোখ ফাকি দিয়ে প্রতিনিয়ত চালিয়েই যাচ্ছে, এই ইয়াবা ট্যাবলেট ও গাজার ব্যবসা এই সব ইয়াবা ট্যাবলেট ও গাজা ব্যবসায়িদের আইনের আওতায় আনা উচিৎ তা না হলে দিন দিন বেড়েই যাবে অবৈধ যুব সমাজ ধ্বংসের ব্যবসা।
পাচঁপীর বাজারের পচ্শিম পাশ্বে রাত ৭টার পর শুরু হয় গাজা খোরদের আখড়া যা দেখে এলাকাবাসী ক্ষিপ্ত।
এলাকাবাসী আমাদের কে বলেন ছেলে মেয়েদের নিয়ে অনেক বিপদে আছেন তাড়া কখন যে এদের সঙ্গ দেন আর নেশায় আশক্ত হন। তাই প্রশাষনের প্রতি দৃষ্টি এইসব এলাকার গাজা ও ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী সহ খোর দের আইনের আওতায় নেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে এলাকাবাসী