মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার,
নাটোর (সিপিসি-২) র্যাব-৫ কর্তৃক দুটি পৃথক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নাটোর ক্যাম্প র্যাব-৫ (সিপিসি-২) রাজশাহীর একটি অপারেশন দল গতরাতে (২৯ সেপ্টেম্বর ২০২১ ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, নাটোর শহরের কানাইখালী মাঠ ও ফুলবাগান হেলিপ্যাড এলাকায় দুইটি স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসেবনরত অবস্থায় নাটোর ও নলডাঙ্গা মাধনগর এলাকা ,শহরের হুগোলবাড়ীয়া ,মিরপাড়া, তেবারিয়া ,ছাতনী সহ বিভিন্ন স্থান থেকে ২৩ জন মাদকসেবন কারিকে আটক করা হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে শুকনা গাজা, কলকি, গ্যাসলাইটসহ মাদকসেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। মাদকসেবীদের নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে প্রমানিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকসেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদকসেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে স্বীকার করে । এঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় মামলা রুজু করা হয়েছে।