মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
নাটোরের লালপুরে ভেজাল গুড় সংরক্ষনের অপরাধে ফারজানা(২৮) নামের এক নারী ব্যবসাায়ীকে ১লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার(দায়িত্বপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বালিতিতা ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করে এবং ২০ হাজার কেজি ভেজাল গুড় ও ৭ হাজার কেজি লালিগুড় সহ অস্বাস্থ্যকর ক্যামিকেল জব্দ করে বলে জানা গেছে। আটককৃত নারী ওই গ্রামের মোস্তাক হোসেনের স্ত্রী।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী র্যাব-৫ নাটোর সিপিসি-২এর কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।