মোঃ মশিউর রহমান, টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাংগাইল জেলার সখিপুর উপজেলায় ২৯ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখ বেলা ০২ টার দিকে প্রতিমা বংকী ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্ত্বে উক্ত মাদরাসার শিক্ষক ফজলুল হক শিকদার ও তার ছেলে সন্তানদের অপহরণ, খুনের হুমকি দাতাদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়। তথ্যসূত্রে জানা যায় যে, ১৭ আগস্ট, ২০২১ ইং তারিখ মঙ্গলবার রাতে অজ্ঞাত নামা এক ব্যক্তির মুঠোফোন থেকে প্রতিমা বংকী সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক ফজলুল হক শিকদারের কাছে মাত্র ০৭ লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়া হলে তার একমাত্র সন্তান শাহরিয়া হক তুর্যকে অপহরণ ও হত্যার হুমকি দিয়ে থাকে। ঘটনার পরেরদিন সখিপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়, দীর্ঘদিন যাবৎ থানা পুলিশ এ বিষয়ে কোনো রহস্য উদঘাটন করতে না পারায় ওই শিক্ষক শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন, বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালের আই.সি.ইউ.- তে চিকিৎসাধীন অবস্থায় আছেন। উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষীকা, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, দাঁড়িয়াপুর এস.এ. উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ছানোয়ার হোসেন বি.এস.সি, বেড়বাড়ী মাদরাসার সুপার কামরুজ্জামান,
সরকারি মুজিব কলেজের সাবেক অধ্যাপক আবদুল গফুর মিয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, দাঁড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ, সখিপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল গফুর, ইউপি সদস্য নজরুল ইসলাম সহ সহস্রাধিক এলাকাবাসী সেখানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।