মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার,
নাটোরের লালপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আব্দুলপুর বাজারে উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আব্দুলপুর কলেজ শাখার সাধারণ সম্পাদক এবং আগামী ৩নং চংধুপইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলতাফ হোসেনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। প্রধানমন্ত্রীর জন্মদিন কেক কাটা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মমতাজউদ্দিন এর পুত্র ও বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটি সহ-সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগর, ৩নং চংধুপইল ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার প্যানেল চেয়ারম্যান আব্দুস সামাদ প্রমুখ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজক আলতাফ হোসেন বলেন, জামাত বিএনপির নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে বহুবার হত্যার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গেছেন এবং বাংলাদেশের জন্য আশির্বাদ হয়ে সাধারন জনগনের জন্য নিরোলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সুস্থতা ও দোয়া কামনা করেন।