জি এম সারোয়ার, হালুয়াঘাট ঃ
হালুয়াঘাট উপজেলার১০ নং ধুরাইল ইউনিয়নের পূর্ব ধুরাইল কুদালিয়া পাড়ে এক শিশুকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে।
জানা যায় পূর্ব ধুরাইল কুদালিয়া পাড়ের জুয়েলের ছেলে সুমন মিয়া(৮) কে একই গ্ৰামের শাহজাহানের পুত্র শরিফ ( ২১) দু দিন আগে খেলাধুলাকে কেন্দ্র করে ঝগড়ার জের হিসেবে দা দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে। পুলিশ হত্যা কারীকে গ্ৰেফতার করেছে।