মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরে আসন্ন দুগার্ পুজা সুষ্ঠভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা করেছে জেলা প্রশাসন। আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভার সভাপত্বি করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। সভায় অন্যান্যের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাদিম সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতি চিত্ত রঞ্জন সাহা প্রমুখ।
সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, এবার নাটোরের ৩৮৩টি মন্ডপে স্বাস্থবিধি মেনে পুজা অনুষ্ঠিত হবে। জেলার প্রতিটি পুজা মন্ডপে ৫শ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। পুজা সুষ্ঠভাবে সম্পুন্ন করতে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।