জি এম সারোয়ার হালুয়াঘাট ঃ
দেশ রত্ন”-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার দেশে থাকবে না কোন গৃহ হীন পরিবার এ নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে ইতোমধ্যে হালুয়াঘাট উপজেলায় ১ম ও ২য় পর্যায়ে ১৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহপ্রদান করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে শীঘ্রই ৩য় পর্যায়ে গৃহনির্মাণ কার্যক্রম শুরু হবে। এ উপজেলায় পুনর্বাসিত ১৪০টি পরিবারের জীবনমান উন্নয়ন ও ৩য় পর্যায়ে গৃহনির্মাণ কার্যক্রমসহ সার্বিক বিষয়ে ১৩ সেপ্টেম্বর, ২০২১ খ্রি. তারিখ জনাব মোঃ রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট মহোদয়ের সভাপতিত্বে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভাগীয় কর্মকর্তাগণ ও ইউ.পি. চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।