মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
‘যুবদল সুপ্রভাত, তালের চারা রোপন করে রুখবো এবার বজ্রপাত’- এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন যুবদলের তালের চারা রোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ইয়াসমিনপুর এলাকায় তালবীজ রোপনের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আনিছুর রহমান আনিসের নির্দেশে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন যুবদলের নেতা-কর্মীবৃন্দ। তারা জানান সপ্তাহ জুড়ে জেলাব্যাপি দশ হাজার তালের চারা বপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি বাবুল ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল ব্যাপারী ও সমজান আলী সজিব, দপ্তর সম্পাদক আলমগীর শেখ, সহ দপ্তর সম্পাদক জাহিদ হোসেন বাবুসহ জেলা ও সদর থানার নেতা-কর্মীরা।